ঢিবি মাটি খুঁড়লেই কারুকার্য করা পাথর উঠে আসছে, তাছাড়াও চাষের জমির নিচে শ্রেণিবদ্ধ ইঁট। মনে হচ্ছে যেন এখানে আগে সড়ক ছিলো।
মসজিদের সম্মুখে বড় বড় কারুকার্য করা পাথর, একাধিক মানুষ নিজগৃহে নিয়ে গিয়ে stepping stone হিসেবে প্রয়োগ করেছে। মসজিদের বহু পাথর লুণ্ঠন হয়ে গেছে এবং যাচ্ছে।