শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় (স্মৃতি ও চেতনার আয়োজিত রাজেশ সরকার স্মৃতি পুরস্কারে প্রথম স্থান গ্রহণ করেছে লেখাটি।) নাম এনেছি আরব থেকে পার্সী জবান গেরস্থালী কারবালাতে ধর্ম আমার; বাংলায় বাস, তাই বাঙালী। (ক) পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থায় উর্দু ও আরবী শব্দের ব্যবহার বৃদ্ধি ও সংস্কৃত শব্দের ব্যবহার হ্রাস পাওয়া, এবং (খ) রাজনৈতিক স্তর থেকে বাংলা ভাষার আরবীকরণের প্রচেষ্টা থামানোর জন্যে আমাদের কী করণীয়? – এই দুটি বিষয়কে বিচ্ছিন্ন করা […]
Keep Reading →