খুলনা জেলার রূপসা উপজেলায় ভয়াবহ সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষরা। নির্যাতনের শিকার হয়ে এদেশে আর তারা থাকতে চায় না, ভারতে চলে যেতে চায়।
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক নির্যাতনের শিকার হয়ে চৌদ্দ পুরুষের ভিটে মাটি ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য সরকারের কাছে আকুতি জানায়। ধর্মকে হাতিয়ার করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়।
স্থানীয় ব্যক্তিরা ও হিন্দু সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন যে সন্ত্রাস দমনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওপর এখনও তাঁরা আস্থাশীল। তাঁরা বলেন, বারবার একই ধরণের ঘটনা ঘটার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রতিটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে।