গতকাল মসজিদে নামাজে বিঘ্ন ঘটে এর কারণে খুলনার,রূপসায় কিছু মন্দির ও কয়েকশো বাড়ি ঘর ভাঙ্গা হয় । আজ ৩০০ এর বেশি পরিবারের একটি হিন্দু আবাসী পরিবার গ্রাম ধুলিস্যাৎ করে ,একইদিনে ১০টি মন্দির ও ৫৬ টি মূর্তি ভাঙ্গা হয় এছাড়া পুরো গ্রাম তছনছ করে দেওয়া হয় ।
জানিনা এটা সবার মনে আছে কিনা তবে পর পর দশ বছর ধরে বাংলাদেশে হিন্দু বিনাশ, জামাত গোষ্ঠীর বাড়াবাড়ি , ভারতে হিংসার মনোভাব ,মাদ্রাসাতে বাজে শিক্ষা দেখে আমার এটাই মনে হয় যে আজ ভারতের সাথে পাকিস্তানের যা সম্পর্ক আগামী ১৫/২০ বছরের মধ্যে বাংলাদেশে সাথে একই রকম সম্পর্ক তৈরি হতে পারে।