৭.১১.২১ তারিখে মধ্য রাত্রে বাগেরহাট দেউলসহ মূর্তিও ভাঙচুর করা হয়।
গতদিন রাত্রি ১১ টা নাগাদ মোড়লগঞ্জ ৬নং চিংড়িখালী ইউনিয়নের চিংড়িখালী গ্রামে আক হিন্দু পরিবারের ওপর অকথ্য অত্যাচার চলে, সাথে মূর্তি ও মন্দিরে ভাংচুর চালায় তাছাড়াও পৈতৃক ভিটেতে আক্রমণ চালায়।এই নির্মম নির্যাতনের ফলে এক নারী আহত হন তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।