গত ৩ মে, বাংলাদেশের কক্সবাজারে একটি হিন্দু পল্লীতে ভয়াবহ হামলা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা। এসময় দুষ্কৃতীদের দেওয়া আগুনে পুড়ে অন্তত ২০টি হিন্দু বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে ভুক্তভোগী হিন্দুরা বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে।
জানা যায়, ঈদের দিন কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ৯নং ওর্য়াডের
দাশ পাড়ায় সকাল ৬টার দিকে একদল দুষ্কৃতী হামলা চালায়। এসময় তারা গোপনে দাশ পাড়ার হিন্দু বসতবাড়িগুলোয় আগুন লাগিয়ে দেয়। ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি হিন্দু বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। কোন দুষ্কৃতীরা এই আগুন লাগালো তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ভুক্তভোগী হিন্দুরা ভীতসন্ত্রস্ত অবস্থায় দিনযাপন করছে। এদিকে অপরাধীদের গ্রেফতারে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন আগ্রহ ও অগ্রগতি না দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েছে ভুক্তভোগী হিন্দুরা। এই হামলার পিছনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কোন সাম্প্রদায়িক ইন্ধন এবং সমর্থন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।