আমাদের সরকার চাকমা ভাষাকে সম্মান প্রদান করেছে। এই ভাষাকে অধিক সম্মান জানানোর জন্য কাজও চলছে। মন্ত্রী শান্তনা চাকমা ও তেজস্বী বিধায়ক শম্ভুলাল চাকমাকে এই চাকমা সমাজ থেকেই পেয়েছি। আপনাদের কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং গৃহমন্ত্রী অমিত শাহজি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আমাদের সরকার চাকমা ভাষাকে সম্মান করে। আর কিভাবে এই ভাষাকে আরও সম্মান জানানো যায় সে বিষয়ে কাজ করছে। চাকমা সমাজ শান্তনা চাকমার মতো মন্ত্রী ও শম্ভুলাল চাকমার মতো তেজস্বী বিধায়ক দিয়েছে। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং গৃহমন্ত্রী অমিত শাহজি আপনাদের ধন্যবাদ জানিয়েছেন। pic.twitter.com/735WURID69
— Biplab Kumar Deb (@BjpBiplab) February 28, 2021